1
শীতের প্রকোপ ক্রমশ বেড়েই চলেছে। রাস্তাঘাটে চলার সময় একটু খেয়াল করলেই দেখা যায় কত মানুষ এই শীতের ভিতর কষ্ট করছে। তাদের নেই কোন শীতের কাপড়, নেই কোন বাসস্থান। আসুন একটা ভাল কাজ করি, সবাই মিলে তাদের সাহায্যার্থে এগিয়ে আসি।
বরাবরের মত এবারও "চলো পাল্টাই" এর শীতবস্ত্র বিতরণ কর্মসূচী শুরু হচ্ছে। আপনার আমার সামান্য কিছু অনুদানই এদের মুখে হাসি ফোটাতে পারে। অনেক সময়ই তো অনেক টাকা পয়সা নষ্ট করেন, আজকে একটা ভাল কাজে টাকা টা খরচ করেন। বিশ্বাস করুন আপনি অন্যরকম একটা আত্নতৃপ্তি অনুভব করবেন।
আমাদের কাছে সাহায্য পাঠানোর ঠিকানা-
Bkash: 01734636060
DBBL (Mobile): 01734636060
DBBL Bank: 163 105 0012529
কিভাবে আপনার ডোনেশন নিশ্চিত করবেন?
================================
প্রথমে এই লিংক এ যানঃ http://cholopaltai.org/
আপনি যদি আগে থেকে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে লগইন করুন অথবা রেজিস্ট্রেশন করুন (রেজিস্ট্রেশন প্রসেস একেবারেই সোজা, ইমেইল এড্রেস অথবা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন)
তারপর এই লিংক এ যানঃ http://cholopaltai.org/donate
প্রয়োজনীয় তথ্য দিয়ে ইভেন্টে "Winter Cloth Distribution for Helpless People - 2017" সিলেক্ট করুন। সাবমিট করুন। আমরা আপনার ডোনেশন নিশ্চিত করলে আপনি সেটা আপনার ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন।
Join With Us: https://www.facebook.com/groups/CholoPaltai.org/
Like Us: https://www.facebook.com/CholoPaltai.org/
#শীতবস্ত্র_বিতরণ_কর্মসূচী_২০১৭
ইভেন্টট শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।
সবাইকে অগ্রিম ধন্যবাদ... :)
https://www.facebook.com/events/168011947013366/
Comments