+8801734528367
Welcome Guest
Bengali

Events

Cholo Paltai winter cloth distribution - 2021
By: Shahinur Alam
In: Standard
Tagged:Winter Cloth distribution, Cholo Paltai
January 06, 2021

শুভেচ্ছা সবাইকে... :)

আশা করি সবাই ভালই আছেন। শীত অনেকের কাছেই খুব প্রিয় একটা ঋতু, কিন্তু আমাদের আশেপাশেই এমন অনেক লোক আছে যাদের কাছে শীত মানেই এক চরম বিভীষিকার নাম। হ্যা, আমি সেই সকল পিছিয়ে পড়া, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের কথা বলছি, যাদের কাছে একটা কম্বল মানে এই শীতের একটা আশ্রয়, একটা পুরাতন কাপড় মানে একটু উষ্ণতার ছোয়া।

তাই আসুন আমরা সবাই যে, যেমন, যেভাবে পারি তাদের পাঁশে দাড়াই। আপনার সামান্য সাহায্যই পারে অনেকের মুখে হাসি ফোঁটাতে।

অনেকে মনে করে থাকেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেক অর্থের প্রয়োজন। কিন্তু একথা সঠিক নয়, যেকোন সময় যে কোন কিছু দিয়েই সাহায্য করা যায়। স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করেও অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়। আপনার একদিনের পকেট খরচের টাকা বাঁচিয়েও অনেক বড় কিছু করা যায়। একদিন চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডার টাকাটা খরচ না করে দান করেই দেখেন না...

 

আমাদের কাছে সাহায্য পাঠানোর ঠিকানা-

Bkash: 01935523414

Rocket: 01935523414

DBBL Agent Banking: 7017417795067

 

কিভাবে আপনার ডোনেশন নিশ্চিত করবেন?

================================

প্রথমে এই লিংক এ যানঃ http://cholopaltai.org/

আপনি যদি আগে থেকে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে লগইন করুন অথবা রেজিস্ট্রেশন করুন (রেজিস্ট্রেশন প্রসেস একেবারেই সোজা, ইমেইল এড্রেস অথবা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন, ইমেইল দিয়ে রেজিস্ট্রেশনের সময় SPAM ফোল্ডারটি চেক করুন।)

তারপর এই লিংক এ যানঃ http://cholopaltai.org/donate

প্রয়োজনীয় তথ্য দিয়ে ইভেন্টে "Winter Cloth Distribution for Helpless People - 2020" সিলেক্ট করুন। সাবমিট করুন। আমরা আপনার ডোনেশন নিশ্চিত করলে আপনি সেটা আপনার ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন।

 

Join With Us: https://www.facebook.com/groups/CholoPaltai.org/

Like Us: https://www.facebook.com/CholoPaltai.org/

#শীতবস্ত্র_বিতরণ_কর্মসূচী_২০২১

ইভেন্টট শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।

সবাইকে অগ্রিম ধন্যবাদ... :)

 

Comments

Please login to comment