0
আপনারা ইতিমধ্যে জানেন যে covid-19 করোনা ভাইরাস বিশ্বব্যাপি এক মহামারি আকার ধারণ করেছে। সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে এর কোন ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার হয়নি অর্থাৎ নির্দিষ্ট কোন চিকিৎসা নেই। বাংলাদেশ খুবই ঘনবসতির দেশ হিসেবে উচ্চ ঝুকির মধ্যে আছে। যেহেতু আমাদের দেশের অবকাঠামো খুবই নিম্নমানের তাই সচেতনতা ছাড়া এটা থেকে বাচার কোন উপায় নেই। একটা সাধারণ কথা চিন্তা করে দেখেন, আপনার বাড়ির পাশে যে হাসপাতাল আছে সেখানে আই সি ইউ আছে কয়টা? সদর হাসপাতালে যেয়ে দেখেছেন কখনো? মেঝেতে পর্যন্ত রোগী থাকে। আর করোনার জন্য দরকার আলাদা রুম। চিকিৎসার ও সুযোগ পাবেন না। বাংলাদেশের মানুষ যে পরিমাণ অসচেতন তাতে পরিস্থিতি এমন ভয়াবহ হবে তা কেউ কল্পনাও করতে পারছে না।
1) প্রথমেই যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে যতদুর সম্ভব মানুষের সংগ বা সংস্পর্শ এড়িয়ে চলা, অনেক মানুষ এক জায়গায় জড় না হওয়া। কারণ আপনি হয়ত জানেন না আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সেই করোনার বাহক।
2) মাস্ক ব্যবহার করা। মার্কেটে বিভিন্ন ধরণের মাস্ক পাওয়া যায়। করোনার জন্য কার্যকরী হচ্ছে N95 মাস্ক। তবে সাধারণ মেডিকেল মাস্ক ও ব্যবহার করতে পারেন, একেবারে না হলে কিছু কাপড়ের মাস্কও দেখা যাচ্ছে, সেগুলোও ব্যবহার করতে পারেন যদিও এগুলো অতটা কার্যকরী না।
3) হাতমোজা ব্যবহার করা। মাস্কের চেয়ে হাতমোজা ব্যবহার করা সবচেয়ে বেশি দরকার। কারণ আপনার হাত সবকিছুর সংস্পর্শে আসে।
4) হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা। যদিও বাংলাদেশ অরাজক দেশ, যেকোন জিনিসের কৃত্তিম সংকট করার জন্য ব্যবসায়ীরা তৈরি হয়ে থাকে, তাই স্যানিটাইজার না পেলে ঘনঘন হাত ধোয়া। বাড়িতে ব্যবহৃত সাবান দিয়ে ৩০ সেকেন্ড ভালভাবে বারবার হাত ধুতে হবে।
5) অকারণে নাকে, চোখে, মুখে হাত দেওয়া থেকে বিরত থাকা।
এ লক্ষ্যে সকলের কাছে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ পৌছে দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই প্রচেষ্টা। দয়া করে আপনার আয় থেকে সামান্য কিছু দান করে সকলের পাশে দাঁড়ান। আর হ্যা অবশ্যই নিজের জন্য এগুলো কিনতে ভুলবেন না...
ধন্যবাদ সবাইকে।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
==================
Bkash: 01734636060
Rocket: 01734636060
DBBL Bank: 163 105 0012529
কিভাবে আপনার ডোনেশন নিশ্চিত করবেন?
================================
প্রথমে এই লিংক এ যানঃ http://cholopaltai.org/
আপনি যদি আগে থেকে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে লগইন করুন অথবা রেজিস্ট্রেশন করুন (রেজিস্ট্রেশন প্রসেস একেবারেই সোজা, ইমেইল এড্রেস অথবা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন)
তারপর এই লিংক এ যানঃ http://cholopaltai.org/donate
প্রয়োজনীয় তথ্য দিয়ে ইভেন্টে "করোনা নিয়ন্ত্রণে বিনামূল্যে নিরাপত্তা সামগ্রী বিতরণ" সিলেক্ট করুন। সাবমিট করুন। আমরা আপনার ডোনেশন নিশ্চিত করলে আপনি সেটা আপনার ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন।
Join With Us: https://www.facebook.com/groups/CholoPaltai.org/
Like Us: https://www.facebook.com/CholoPaltai.org/
#চলো_পাল্টাই
ইভেন্টট শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।
সবাইকে অগ্রিম ধন্যবাদ... :)
Comments