1
অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ( চলো পাল্টাই ) – ২০১৫
দিন দিন শীতের তীব্রতা বেড়েই চলেছে ...
এই হাড় কাঁপানো শীতে লেপের নিচে থেকে আর বাইরে বের হতে ইচ্ছা করে না। মনে হয় কেউ যদি একটু গরম পানি করে এনে দিত তাহলে এই ঠান্ডা পানি আর হাত দিয়ে ছুঁয়েই দেখতাম না । আজকে যদি আর কাজে বাইরে না যেতে হত তাহলে কি মজাটাই না হত ...
বাজারে কত রকমের বাহারী শীতের কাপড়, কোনটা রেখে কোনটা নিব তাই ভেবে পাইনা। আবার এই শীতে পায়ে মোজা না দিলে কি আর চলে ? শরীরে একটুও যেন শীত না লাগে সে দিকে আমরা সবাই সচেতন ।
কিন্তু একবারও কি ভেবে দেখেছি আমাদের চারপাশে কত লোক আছে যারা চটের বস্তা গায়ে জড়িয়ে ঘুমায় ? বাংলাদেশের মত এই বিশাল ভুখন্ডে তাদের বসবাসের জন্য একটা ছোট্ট কুরড়েঘরও জোটেনি । কি নিষ্ঠুরই না তাদের জীবন । যাদের প্রতিটি দিনই শুরু হয় যুদ্ধ মাথায় নিয়ে, প্রকৃতির সাথে যুদ্ধ, বাস্তবতার সাথে যুদ্ধ...
আসুননা আমরা সেই সকল মানুষের পাশে দাঁড়ায়। কিছু না পারি, যদি তাদের গায়েএকটা করে শীতের কাপড় জড়িয়ে দিতে পারি তাতেই বা কম কিসে ? আমরা হয়তো এই বৃহৎ জনগোষ্ঠীর সবাইকে সাহায্য করতে পারবনা, কিন্তু এই বৃহৎ গোষ্ঠীর কিছু অংশকে নিশ্চিত সাহায্য করতে পারব।
তাই যে যতটুকু পারেন আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন । হতে পারে এটা আর্থিক সাহায্য অথবা আপনার পুরাতন অব্যবহৃত শীতের কাপড় দিয়ে ।
আর্থিক সাহায্যের জন্য :
Bkash : 01760803395 (Personal)
DBBl Mobile Bnagking : 017171115820
BRAC Bank A/C: 6001202354460001
আর দয়া করে আপনার বন্ধু তালিকায় থাকা সবাইকে ইনভাইট করুন, আর শেয়ার করুন ...
https://www.facebook.com/events/880455821988178/
Comments