2
২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে আগামী ২০ তারিখ সন্ধ্যা থেকে ২১ তারিখ পর্যন্ত "চলো পাল্টাই" এর উদ্যেগে যবিপ্রবি ক্যাম্পাসে একটি ভার্চুয়াল ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছে । এখানে আপনার উপস্থিতি একান্ত কাম্য।
ভার্চুয়াল ব্লাড ডোনেশন কি?
আমরা এমন একটা সিস্টেম করতে চাচ্ছি যেখানে ইনস্ট্যান্টলি কারো কাছ থেকে রক্ত নেওয়া হবে না। যারা যারা রক্ত দিতে ইচ্ছুক তাদের তথ্য আমরা সংগ্রহ করে রাখব এবং যাদের যাদের রক্ত দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের সাথে যোগাযোগ করব।
কেন এই ভার্চুয়াল ব্লাড ব্যাংক?
অনেকেই দেখা যায় দরকারের সময় রক্তদাতাকে খুজে পায় না, সেক্ষেত্রে এটা একটা ভাল সমাধান হবে। আবার দেখা যায় অনেকে, রোগী না দেখে রক্ত দিতে চান না। এক্ষেত্রে গ্রহীতা এবং দাতা দুজনেই নিজেদের সম্পর্কে জ্ঞাত থাকবে। কার কাছ থেকে রক্ত নিচ্ছে আর কাকে দিচ্ছে কাউকে এ সম্পর্কিত কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে না।
বিস্তারিত জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিনঃ https://www.facebook.com/groups/CholoPaltai/
https://www.facebook.com/events/858678150857605/
Comments